আর একদিনের অপেক্ষা । মঙ্গলবারই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) ও তাঁর প্রেমিক ভিকি জৈন (Vicky Jain) । ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক-বিবাহ পর্বের অনুষ্ঠান । সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেহেন্দি (Mehendi) অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ।
মেহেন্দি অনুষ্ঠানে ভিকির সঙ্গে জমিয়ে নেচেছেন অঙ্কিতা । প্রত্যেকটি ছবিতেই তা স্পষ্ট । এদিন অঙ্কিতা পরেছিলেন সাদা ও গোলাপী রঙের লেহেঙ্গা । অঙ্কিতার পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে শেরওয়ানি পরেছিলেন ভিকি ।
ভিকির সঙ্গে নাচের একাধিক পোজের, একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন । নতুন জীবনের শুরুর আনন্দ হবু বর-কনের চোখে মুখে স্পষ্ট । ছবি পোস্ট করে অঙ্কিতা লেখেন, " আমার মধ্যে যে ভালোবাসা রয়েছে তার কারণেই আমার মেহেন্দি এত সুন্দর দেখাচ্ছে..." । শুধু বর-কনেই নয়, তাঁদের গোটা পরিবারই নাচের তালে মেতে ওঠেন ।
আরও পড়ুন | Vicky Katrina Wedding : ভিকির সঙ্গে জমিয়ে নাচলেন ক্যাটরিনা, ভাইরাল 'ভিক্যাট'-এর মেহেন্দির ছবি
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একসময় সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা । ২০১৬ সালেই ভেঙে গিয়েছিল সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক । এরপর অঙ্কিতার জীবনে আসেন ভিকি জৈন । দীর্ঘ ৩ বছর সম্পর্ক অবশেষে পরিণতি পাচ্ছে বিয়েতে ।