করোনা আক্রান্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। গত ১২ দিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন তিনি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। পরিবার সূত্রে খবর, এখন অনেকটাই ভাল আছেন অভিনেতা। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ ও খাবার খাচ্ছেন।
SRK meets Aryan Khan:আরিয়ানকে দেখতে জেলে গেলেন বাবা শাহরুখ! তারপর?
গত ১৩ আগস্ট মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’। ছবিতে ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন অনির্বাণ। তারপর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি।
জ্বর থাকায় করোনা (Coronavirus) পরীক্ষা করান অনির্বাণ। পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে বিশেষ উপসর্গ নেই অভিনেতার শরীরে। বাড়িতেই নিজেকে আলাদা রেখেছেন তিনি। অনির্বাণের বাড়ির আরও কোনও সদস্যের শরীরে কোভিড-১৯ (COVID-19) ভাইরাস মেলেনি।