চণ্ডীতলার(Chanditala) নৈহাটিতে একই পরিবারের তিন সদস্যকে খুনের(Murder) ঘটনায় নয়া মোড় । এবার গোবরা স্টেশনের রেললাইন থেকে উদ্ধার হল মূল অভিযুক্ত শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত দেহ । পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন শ্রীকান্ত ।
মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করে কামারকুণ্ডু জিআরপি । খবর পেয়ে ঘটনাস্থলে যায় চণ্ডীতলা থানার পুলিশ । পবিরারের সদস্য ও প্রতিবেশীদের দিয়ে দেহ শনাক্ত করা হয় ।
আরও পড়ুন, Bansdroni Murder: হাতে ধরা চপার, রক্তে ভাসছে ঘর, ব্যক্তির রহস্যমৃত্যুতে তীব্র চাঞ্চল্য বাঁশদ্রোণীতে
সম্পত্তি নিয়ে খুড়তুতো দাদা সঞ্জয় ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল শ্রীকান্তদের । অভিযোগ, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সঞ্জয় ঘোষ, তাঁর স্ত্রী মিতা এবং তাঁদের মেয়ে শিল্পাকে কুপিয়ে খুন করে শ্রীকান্ত । ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ।