বন্ধুত্বের গল্প নিয়ে বড় পর্দায় আসছে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের 'আবার বছর কুড়ি পরে'(Abar Bochhor Koori Pore) । বুধবার মুক্তি পয়েছে এই ছবির টিজার । আগামী বছর ১৪ জানুয়ারি মুক্তি পেতে পারে ছবিটি ।
চার বন্ধুকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হয়েছে । ২০ বছর পর তাঁদের আবার এক হওয়া, হারিয়ে যাওয়া বন্ধুকে, বন্ধুত্বকে নতুন করে ফিরে পাওয়ার গল্প শোনাবে এই সিনেমাটি । ছবিতে চার বন্ধুর ভূমিকায় অভিনয় করছেন , আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), তনুশ্রী চক্রবর্তী(Tanusree Chakraborty), অর্পিতা চট্টোপাধ্যায়(Arpita Chatterjee) ও রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ।
এছাড়াও ছবিতে দেখা যাবে আর্য দাশগুপ্ত, পুষণ দাশগুপ্ত, তনিকা বসু, দিব্যাশা দাস ও আরও অনেককে । ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য ।