শীত পড়ে গিয়েছে। চারদিকে কুয়াশা। তার মাঝেই রবিবার ভোরে পথ দুর্ঘটনায় (Road accident) মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এর মাতলা ব্রিজ (Matla bridge) উপরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ক্যানিং থানার (Canning thana) পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ক্যানিং থেকে মাছ কিনে নিয়ে বিক্রির জন্য বাসন্তীর দিকে যাচ্ছিলেন ওই মাছ ব্যবসায়ী। এরপর মাতলা ব্রিজের উপরে ওই মাছ ব্যবসায়ীকে চাপা দিয়ে চলে যায় একটি দ্রুতগামী গাড়ি। তবে কোন গাড়ি ধাক্কা মেরেছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ওই মাছ ব্যবসায়ীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।