রাজ্য জুড়ে আপাতত বন্ধ ৮৯টি স্কুল (School)। পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Govt)। ৩১১ জন শিক্ষক-শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে ১৭০ জনের বদলির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে।
পড়ুয়া শূন্য হওয়া স্কুলের তালিকায় আছে জুনিয়র হাই ও হাইস্কুল। বন্ধ হওয়া স্কুলগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। প্রায় দেড় বছর পর চালু হয়েছে স্কুল। শুরু হয়েছে উঁচু শ্রেণির ক্লাস। ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা দফতর।
ফের করোনার প্রভাবে বন্ধ হল রাজ্যের অনেক স্কুলের দরজা। শিক্ষক করোনা আক্রান্ত হওয়ায় বর্ধমানের পূর্বস্থলীতে একটি স্কুল বন্ধ হয়ে গেছে। রামপুরহাটেও শিক্ষিকা করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ হয়েছে স্কুল।