মাছ চুরির অভিযোগে আট বছরের বালককে পিটিয়ে খুনের(Murder) অভিযোগ । ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে । উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) শাসনের ফলতি বেলিয়াঘাটা এলাকার ঘটনা ।
পরিবারের দাবি, কয়েকদিন আগেই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের মাছের ভেড়ির ধারে খেলা করছিল ওই নাবালক । ভেড়ি থেকে মাছ চুরির সন্দেহে তাকে মারধর করে ওই স্থানীয় পঞ্চায়েত সদস্যের আত্মীয় । মারধরের পর তাকে বস্তা চাপা দিয়ে রাখা হয় বলে অভিযোগ । কোনও রকমে বাড়ি এসে ঘটনার কথা জানায় সে । এরপরই অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে আর জি কর-এ স্থানান্তরিত করা হয় । কিন্তু শেষরক্ষা আর হয়নি । শুক্রবার সেখানেই মৃত্যু হয় নাবালকের ।