পুজোর পর থেকেই রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। উত্সবের মরসুমে রাজ্যে কতটা সংক্রমণ ছড়াল? উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যাটাই বা কীরকম, এইসব তথ্য পেতেই সপ্তম সেন্টিনাল সার্ভেল্যান্সের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
স্বাস্থ্য দফতরের তরফে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দু’দফায় রাজ্যে সেন্টিনাল সার্ভেল্যান্স হবে। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে নমুনা সংগ্রহ। এরপর ৩০ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত হবে নমুনা পরীক্ষা। জ্বর, শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ বাদে, অন্যান্য সমস্যা নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, মূলত তাঁদেরই নমুনা নেওয়া হবে।
রাজ্যের সব জেলার ২৮টি কেন্দ্র থেকে এই সেন্টিনাল সার্ভেল্যান্সের কাজ হবে। প্রত্যেকটি কেন্দ্র থেকে ৪০০ করে মোট ১১ হাজার ২০০ নমুনা সংগ্রহ করা হবে। কলকাতায় নমুনা সংগ্রহের কাজ হবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে।