সোশ্যাল মিডিয়ার(Social Media) মাধ্যমে প্রতারণার ছক । দিল্লিতে অভিযান চালিয়ে দুজন মহিলা-সহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম(Bidhannagar Cyber Crime) থানার পুলিশ । এদের মধ্যে দুজন বিদেশি নাগরিক ।
১ ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন রাজারহাট কলিপার্কের বাসিন্দা শালিনী রায় । সোশ্যাল মিডিয়ায় শাড়ি কেনার নাম করে তাঁকে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ ।
তিনি জানান, বছরের শুরুর দিকে তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত থেরেসা দেব অঙ্গি নামের এক মহিলার সঙ্গে যোগাযোগ হয় । পার্সোনাল চ্যাট করার সময় ওই মহিলা তাঁকে কিছু ভারতীয় শাড়ির ছবি পাঠাতে বলেন । ছবি পাঠানোর পর ওই মহিলা শালিনী দেবীকে জানান যে, তিনি সেইসমস্ত শাড়ি কিনতে চান । এদিকে, এপ্রিল মাস নাগাদ অভিযুক্ত মহিলা শালিনীদেবীকে একটি উপহার পাঠাচ্ছেন বলে জানান । বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য সেই উপহারের ছবি এবং ট্র্যাকিং আই ডি পর্যন্ত পাঠান । এরপর ২২ এপ্রিল শালিনী দেবীর কাছে আরও একটি ফোন আসে । সেখানে অনিতা নামে এক মহিলা নিজেকে কাস্টম হাউস এজেন্ট হিসেবে পরিচয় দেন । সেইসঙ্গে জানান, উপহারের কাস্টম ক্লিয়ারেন্সের জন্যে ২৭হাজার ৫০০ টাকা দিতে হবে শালিনীদেবীকে । সেই অনুযায়ী, তিনি অনলাইনেই টাকা পাঠিয়ে দেন । তাঁকে একটি মেইল মারফত (lyoncourier@gmail.com) রসিদ পাঠানো হয় । কিন্তু, তারপরেও তাঁকে ফোন করে কাস্টম ক্লিয়ারেন্সের নাম করে টাকা চাওয়া হয় বলে অভিযোগ । এরপরই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি ।
আরও পড়ুন, KMC election: বুথের বাইরে ১৪৪ ধারা, নিষিদ্ধ বাইক মিছিল, রবিবার সকালে বন্ধ মল, বড় দোকান
ঘটনার তদন্ত শুরু করে এই ধরনের প্রচুর প্রতারিতদের খোঁজ পায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, এই চক্র কলকাতায় ছোট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে এই কাজ করত । অবশেষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আইপি ট্র্যাক করে দিল্লিতে হানা দেয় বিধাননগর সাইবার পুলিশের একটি দল । সেখান থেকেই দুজন মহিলা সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয় । এদের মধ্যে দুজন বিদেশি । অভিযুক্তদের দিল্লি আদালত থেকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয় । শনিবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে । এদের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।
ধৃত পাঁচ অভিযুক্ত হল অনিতা (মণিপুরের বাসিন্দা), থৈমাওজাম শেইতাবালা দেবী, অন্যেকপোয়ান্নে লেকভিন, কেনেথ জিম (দক্ষিণ আফ্রিকার বাসিন্দা),
নেলসন (ক্যামেরনের বাসিন্দা) ।