কোনও ফোন আসেনি। ক্রেডিট কার্ডের সিভিভি নম্বরও জানতে চায়নি কেউ। অথচ টলি অভিনেত্রী নবনীতা দাসের ক্রেডিট কার্ড থেকে চুরি হয়ে গেল প্রায় ৩ লক্ষ টাকা।
নবনীতার স্বামী জিতু কমল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ৩০ অক্টোবর থেকে ধাপে ধাপে টাকা চুরি হয়েছে। ধাপে ধাপে কখনও ৮ হাজার, কখনও ১৫ হাজার, কখনও বা ২০ হাজার টাকা। নবনীতার হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত খোয়া গিয়েছে মোট ২ লক্ষ ৭২ হাজার টাকা।
সোমবার নবনীতার স্বামী জিতু নেতাজি নগর থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে। তাঁর দাবি, প্রমাণ দেখালেও থানা অভিযোগ নেয়নি। লালবাজার থেকে ফোন আসার পরে ঘটনাটি লিপিবদ্ধ (রিসিভ) করা হয় মাত্র। কিন্তু অভিনেতার কথা শোনা হয়নি বলেই দাবি জিতুর।
অন্যদিকে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও হাত তুলে জানিয়েছে, তাঁকেই বিল দেখে টাকা মিটিয়ে দিতে হবে। রবিবার রাত ১টায় নবনীতার ক্রেডিট কার্ডটি ব্লক করে দিয়েছেন জিতু। ঘটনাটি জানিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি।