পুজো মিটলেই রাজ্যে বিধানসভা উপনির্বাচন। শান্তিপুর, গোসাবা, খড়দহ ও দিনহাটা- এই চার কেন্দ্রে পুজোর আগেই ২৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। থাকছে ৯ কম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স, ৮ কম্পানি সিআরপিএফ ও ৫ কম্পানি করে এসএসবি ও সিআইএসএফ। তবে কোন কেন্দ্রে কত বাহিনী থাকবে, তা সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
ভবানীপুর ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার দিনই পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। ৩০ অক্টোবর এই চার কেন্দ্রে নির্বাচন। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর। এই চার কেন্দ্রে শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
ভবানীপুর কেন্দ্রের হাইভোল্টেজ উপনির্বাচনে ৩৫ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। মুর্শিদাবাদের দুই কেন্দ্রেও শেষ মুহূর্তে বাড়ানো হয়েছিল বাহিনী। পুজোর আগে ও পরে কেন্দ্রগুলোর স্পর্শকাতর এলাকাতে থাকবে বাহিনী।