Sep 02, 2022 10:53 IST
মণিপুরের ঘটনা ভারতমাতাকে হত্যা করেছে বিজেপি, বললেন রাহুল গান্ধী।
মণিপুরে হিংসার ঘটনায় ভারত মাতাকে হত্যা করেছে বিজেপি। বিজেপি দেশভক্ত নয়, বিজেপি দেশদ্রোহী। মণিপুরে আমার মা-কে মেরে ফেলেছেন। সংসদে আক্রমণ রাহুল গান্ধী।
Sep 02, 2022 10:53 IST
রাহুলের বক্তব্যের মাঝেই উত্তাল লোকসভা
রাহুল গান্ধীর বক্তব্যের পরই লোকসভায় বিক্ষোভ বিজেপি সংসদদের। অনাস্থা বিতর্ক নিয়ে রাহুলের বক্তব্যে উত্তাল হয় সংসদের উঁচু কক্ষ।
Sep 02, 2022 10:53 IST
মণিপুর যাননি প্রধানমন্ত্রী, সংসদে বললেন রাহুল
মণিপুর যাননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মনে করেন না, মণিপুুর ভারতের অংশ। রাহুল গান্ধী বললেন, "আমি কয়েকদিন আগে রিলিফ ক্যাম্পে যাই। মহিলা ও বাচ্চাদের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী এখনও সেই কাজ এখনও করেনি।"
Sep 02, 2022 10:53 IST
দেশের আওয়াজ শুনতে হবে
দেশের আওয়াজ শুনতে গেলে, অহঙ্কার ত্যাগ করতে হবে। ঘৃণাকে ত্যাগ করতে হবে। স্বপ্নগুলো না দেখলে, দেশের আওয়াজ শোনা যায় না।
Sep 02, 2022 10:53 IST
কৃষকদের পাশে রাহুল গান্ধী
"দেশের কৃষকদের দুর্দশা, যন্ত্রণা, কষ্ট সব অনুভব করতে পেরেছি ভারতজোড়ো যাত্রায়।" সংসদে বক্তব্য রাখতে গিয়ে বললেন রাহুল গান্ধী।
Sep 02, 2022 10:53 IST
পায়ে চোট নিয়েই ভারত জোড়ো যাত্রা
ভারত জোড়ো যাত্রায় অনেকের কাছ থেকে প্রেরণা পেয়েছেন। জানালেন রাহুল গান্ধী। প্রথম কয়েকদিন পায়ে খুবই চোট পান। অনেক লোক এসে তাঁকে প্রেরণা দেন।
Sep 02, 2022 10:53 IST
হস্তক্ষেপ করতে হয় স্পিকার ওম বিড়লাকে
বিজেপি সাংসদদের হট্টগোল থামান স্পিকার ওম বিড়লা
Sep 02, 2022 10:53 IST
ভারত জোড়ো যাত্রা নিয়ে বার্তা
ভারত জোড়ো যাত্রা নিয়ে সংসদে নিজের বক্তব্য রাখলেন রাহুল
Sep 02, 2022 10:53 IST
বিজেপি সংসদদের হট্টগোল
রাহুল গান্ধীর বক্তব্য শুরু হওয়ার পরই সংসদে হট্টগোল শুরু করে বিজেপি।
Sep 02, 2022 10:53 IST
আদানি প্রসঙ্গে মুখ খুললেন রাহুল
রাহুল বলেন, "আদানিকে নিয়ে মুখ খোলায় অসন্তুষ্ট হয়েছিলেন। তার জন্য ক্ষমা চাইছি. কিন্তু আমি সত্যি বলেছিলাম।"
Sep 02, 2022 10:53 IST
স্পিকারকে ধন্যবাদ রাহুলের
লোকসভায় ফেরানোর জন্য স্পিকার ওম বিড়লাকে ধন্যবাদ রাহুল গান্ধী
Sep 02, 2022 10:53 IST
বিরোধীদের আক্রমণ করে বিজেপি
লোকসভায় রবিশঙ্কর প্রসাদ ও নিশিকান্ত দুবের নেতৃত্বে কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি
Sep 02, 2022 10:53 IST
বিজেপিকে কটাক্ষ কে সি বেনুগোপালের
ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল বিজেপি।
Sep 02, 2022 10:53 IST
এক মিনিট নীরবতা পালন
ভারত ছাড়ো আন্দোলনের ৮১ বছর পূর্তিতে লোকসভায় ১ মিনিট নীরবতা পালন সাংসদদের।
Sep 02, 2022 10:53 IST
জল্পনা অবসান কংগ্রেসের
বুধবার কংগ্রেস জানিয়েছে, দুপুর ১২টায় প্রথম বক্তব্য রাখবেন কংগ্রেস সাংসদ রাহুন গান্ধী। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় তিনিই বিতর্ক শুরু করবেন।
Sep 02, 2022 10:53 IST
আগেই সংসদে ফিরেছেন রাহুল
দুদিন আগে সংসদে ফিরলেও এখনও পর্যন্ত কোনও বিষয় নিয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী।
Sep 02, 2022 10:53 IST
সংসদে আজ রাহুলের বক্তব্য
মণিপুর ইস্যুতে লোকসভায় আজ বক্তব্য রাখবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানিয়েছেন, অধীর চৌধুরী।