Ballygunge, Asansol By-Election 2022 LIVE Update : বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচনের ফলঘোষণা। কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে স্ট্রংরুমের বাইরে। ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সঙ্গে আছে সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বালিগঞ্জ নিয়ে চিন্তা না থাকলেও শাসকদলের অন্যতম কাঁটা আসানসোল লোকসভা কেন্দ্র। ক্ষমতায় আসার দেড় দশক কাটার পর শিলিগুড়ি হাতে এসেছে তৃণমূলের। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এখনও আসানসোল লোকসভা কেন্দ্র সেভাবে কব্জা করতে পারেনি ঘাসফুল। ২০১৪ লোকসভা নির্বাচনে দোলা সেনকে হারিয়ে জয়ী হন বাবুল সুপ্রিয়। ২০১৯ সালে বাবুলের বিরুদ্ধে দাঁড়ান মুনমুন সেন। সেবারও হারতে হয় তৃণমূলকে। এবার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা। প্রতিপক্ষ অগ্নিমিত্রা পাল। লড়াইটা সহজ নয় তৃণমূলের। তবে দলের অন্দরের আশা, এবার হয়তো আসানসোলে খাতা খুলবে তৃণমূল।
Ballygunge, Asansol By-Election 2022 LIVE Update :
মমতাই দেশে সবচেয়ে ‘জানদার, শানদার, দমদার’ নেত্রী, খেলা বদলের বার্তা শত্রুঘ্নের
বিজেপি-র কেয়াকে ১৭,৮৫১ ভোটে ‘হারালেন’ বামেদের অক্সিজেন সায়রা শাহ হালিম
২ লক্ষ ৯৭ হাজার ভোটে আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী শক্রঘ্ন সিনহা
অগ্নিমিত্রা পালের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। যদিও সেই ঢিল গিয়ে পড়ে পুলিশের গাড়িতে। এর পর ‘জয় শ্রীরাম’ ধ্বনি এবং ‘জয় বাংলা’ স্লোগান ওঠে দু’পক্ষের তরফে।
১৯,৯০৪ ভোটে জয়ী বাবুল। পেলেন প্রায় ৪৮ শতাংশ ভোট।
সরকারি ভাবে ফল ঘোষণার আগে আসানসোলে হার স্বীকার করে নিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল
রেকর্ড মার্জিনে জয়ের সম্ভাবনা শত্রুঘ্ন সিন্হার। ১৪ রাউন্ডের শেষে আসানসোলে ১ লক্ষ ৯৯ হাজার ভোটে এগিয়ে শত্রুঘ্ন। অন্য দিকে, বালিগঞ্জে ১৭,৯১৯ ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।
১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়
১৫,৩৮৬ ভোটে বালিগঞ্জে এগিয়ে বাবুল সুপ্রিয়
আসানসোলের সাতটা বিধানসভাতেই এগিয়ে তৃণমূল। এই লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী ১ লাখ ৪০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
১৫ রাউন্ড শেষে ১২ হাজার ১০৮ ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়
১৪ রাউন্ডের শেষে বালিগঞ্জে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়
আসানসোলে প্রথমবার ঘাসফুল ফোটার অপেক্ষা, এক লাখ ভোটে এগিয়ে তৃণমূল
বালিগঞ্জে এক নম্বরে বাবুল সুপ্রিয়, দুই নম্বরে সায়রা শাহ হালিম তিন নম্বরে বিজেপি, চারে কংগ্রেস
আসানসোল লোকসভার উপনির্বাচনে কুলটি বিধানসভাতেও এগিয়ে গেল তৃণমূল
আসানসোলে ১ লক্ষ ৩৫ হাজার ভোটে এগিয়ে শক্রঘ্ন সিনহা। পাণ্ডবেশ্বর থেকে সবচেয়ে বেশি লিড তৃণমূলের
বালিগঞ্জে ফের ব্যবধান বাড়ল বাবুলের। ১১ রাউন্ডের শেষে ৯৩৩৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।
আসানসোলে ১ লাখের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শক্রঘ্ন সিনহা
আসনসোলে দশম রাউন্ড শেষে ৯০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে শত্রুঘ্ন সিন্হা।।
আসানসোলে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
আসানসোলের পাঁচটি বিধানসভায় এগিয়ে তৃণমূল, রানিগঞ্জ বিধানসভাতেও এগিয়ে গেল তৃণমূল
আসানসোলে ৭৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। এক এক রাউন্ড শেষে ব্যবধান বাড়াচ্ছেন তিনি। পিছিয়ে পড়ছেন অগ্নিমিত্রা পাল।
নবম রাউন্ড শেষে বালিগঞ্জে প্রথম স্থানে তৃণমূল, বামেরা দ্বিতীয়।
নবম রাউন্ড গণনার শেষে তৃণমূল ২৬,০৮৫টি ভোট। সিপিএম পেয়েছে ১৭,১৬৮টি ভোট। কংগ্রেস ৩,৭৮২টি ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ৩,৩৩৬টি ভোট।
আসানসোলে ৬২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শক্রঘ্ন সিনহা
বালিগঞ্জে ব্যবধান কমল বাবুলের। ব্যবধান কমলেও এগিয়ে তৃণমূল। প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূল
আসানসোলে চতুর্থ রাউন্ডের শেষ বিরাট ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শক্রঘ্ন সিনহা, প্রায় ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে তিনি
বালিগঞ্জে ১০ রাউন্ড শেষে ৭৮৭২ ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়
নবম রাউন্ডে বালিগঞ্জে ৮৯১৭ ভোটে এগিয়ে বাবুল
অষ্টম রাউন্ডের গণনা শেষে তৃণমূল পেয়েছে ২৩,৫০১টি ভোট। কংগ্রেস পেয়েছে ৩,৫৪৮টি ভোট। বিজেপি ২,১১০টি ভোট এবং সিপিএম পেয়েছে ১৫,৩৯২টি ভোট
বালিগঞ্জে ব্যবধান কমল বাবুলের। সপ্তম রাউন্ড শেষে বাবুল পেয়েছেন ২১,২১৩টি ভোট। সিপিএম প্রার্থী সায়রা পেয়েছেন ১২,৬০০টি ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৩ হাজারের বেশি কিছু ভোট। বিজেপির কেয়া ঘোষ পেয়েছেন ১,১৮১টি ভোট।
আসানসোলের চারটি বিধানসভায় এগিয়ে তৃণমূল, প্রতিটি বিধানসভায় তৃণমূলের ব্যবধান অনেক, বিজেপি এগিয়ে বাকি তিনে।
৮৬১৩ ভোটে বালিগঞ্জে এগিয়ে বাবুল, সপ্তম রাউন্ডের শেষে। ব্যবধান খানিকটা কমালেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ষষ্ঠ রাউন্ড শেষে ৯১০৫ ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে রয়েছে বিজেপি।
আসানসোলে দ্বিতীয় রাউন্ডে প্রায় ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শক্রঘ্ন সিনহা
এখনও বালিগঞ্জে দ্বিতীয় স্থানে সিপিএমের সায়রা শাহ হালিম। চতুর্থ বিজেপির কেয়া ঘোষ
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল। পঞ্চম রাউন্ড শেষে ৮৪৯৯ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।
তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ৯,৭৫১টি ভোট। কংগ্রেস ২,১৮৬টি ভোট। সিপিএম ৫,০৭৫টি ভোট এবং বিজেপি পেয়েছে ৬২১টি ভোট।
বালিগঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। এগিয়ে গিয়ে গায়ক-রাজনীতিক বললেন, ‘লেটস এনজয়’। তৃতীয় রাউন্ডে ৪৪৭৬ ভোটে বালিগঞ্জে এগিয়ে বাবুল। তবে তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে বামেরা। বিজেপি রয়েছে চতুর্থ স্থানে। বিজেপি প্রার্থী এগিয়ে মাত্র ৬২১ ভোটে।
আসানসোলে তৃণমূল প্রথম রাউন্ডের শেষে ৬,৫০০ ভোটে এগিয়ে। আসানসোলের পাণ্ডবেশ্বর কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। রাজগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি। আবার বরাবনিতে এগিয়ে রয়েছে তৃণমূল। জামুড়িয়াতেও এগিয়ে ঘাসফুল। আসানসোল দক্ষিণ ও কুলটিতে এগিয়ে বিজেপি।
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল। চতুর্থ রাউন্ডের শেষে ৬২৯৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।
আসানসোলে প্রথম রাউন্ডের গণনার শেষে এগিয়ে তৃণমূলের শক্রঘ্ন সিনহা, ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
আসানসোলে হাড্ডিহাড্ডি লড়াই, সামান্য এগিয়ে তৃণমূলের শত্রুঘ্ন। প্রথম রাউন্ড গণনার শেষে আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। তবে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন বিজেপি-র অগ্নিমিত্রা।
তিনটি করে বিধানসভায় এগিয়ে বিজেপি ও তৃণমূল
জামুড়িয়া এবং উত্তর আসানসোলে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। আসানসোল দক্ষিণ এবং কুলটিতে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল।
আসানসোল উত্তর এবং জামুড়িয়ায় এগিয়ে তৃণমূল কংগ্রেস
দুটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল, দুটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।
বালিগঞ্জে গণনাকেন্দ্রে পৌঁছলেন বাবুল সুপ্রিয়, কেয়া ঘোষ
আগেও রাজ্য়ে ভোট হয়নি, এবারও উপনির্বাচনে ভোট হতে দেয়নি শাসক দল, গণনার দিন ফের অভিযোগ দিলীপ ঘোষের
আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
পোস্টাল ব্যালটে প্রথম রাউন্ডের গণনার শেষে ২,১৭০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।
এই উপনির্বাচনে আমরা দুটি কেন্দ্রেই জিতব, আত্মবিশ্বাসী বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকে। ওই কেন্দ্রে বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন ‘আসানসোলের ঘরের মেয়ে’ অগ্নিমিত্রা পাল। বামেদের প্রার্থী হয়েছেন পার্থ মুখোপাধ্যায়। আর ‘হাত’ প্রতীকের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডে।
অন্য দিকে, বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জোড়াফুল শিবিরের প্রার্থী বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে। বামেদের প্রার্থী হয়েছে সায়রা শাহ হালিম। আর কংগ্রেসের প্রার্থী জনাব কামরুজ্জমান চৌধুরী।
হেস্টিংস টিচার ট্রেনিং কলেজে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ১৬টি টেবিলে গণনা হওয়ার কথা। কমিশন সূত্রের খবর, ১৯ রাউন্ডের মধ্যেই গণনা সম্পূর্ণ হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট মহলের ধারণা, সকাল আটটা থেকে শুরু হওয়া গণনায় বেলার মধ্যেই প্রার্থীদের ভাগ্য স্পষ্ট হয়ে যাবে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল লোকসভা উপনির্বাচনের গণনায় টেবিল সংখ্যা সর্বনিম্ন ১০ এবং সর্বাধিক ১৭টি থাকবে। ১৪-১৮ রাউন্ডের মধ্যে গণনা শেষ হতে পারে।
সকাল ৮টা থেকে শুরু হল বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের ভোট গণনা।
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কর্মীসমর্থকদের নিয়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভে শামিল হন। তাঁর অভিযোগ, গণনার আগের দিন তাঁর কাউন্টিং এজেন্টদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও তাঁদের ধরে নিয়ে গিয়ে অশান্তির পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে পুলিশ বলে তাঁর অভিযোগ। শুক্রবার রাতে বেশ কিছু ক্ষণ ঝামেলা চলে। যদিও পুলিশ জানিয়ে দেয় জেলাশাসক ও নির্বাচন আধিকারিকের নির্দেশে তাঁদের ধরা হচ্ছে।
তৃতীয় রাউন্ডে ৪৪৭৬ ভোটে বালিগঞ্জে এগিয়ে বাবুল, দ্বিতীয় স্থানে সিপিএমের সায়রা হালিম, তৃতীয় কংগ্রেস, চতুর্থ বিজেপি