স্থান বীরভূমের কাঁকরতলার জামালপুরে। দুপুরের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। ঘটনায় পা উড়েছে স্থানীয় তৃণমূল কর্মী শেখ সাত্তারের। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলেছে কাঁকরতলার থানার পুলিশ।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এই বোমাবাজির পিছনে রয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী। যার একদিকে অনুব্রত মণ্ডল ও অন্যদিকে রয়েছে কাজল শেখের গোষ্ঠী। এদিনের ঘটনার পিছনে অভিযুক্তেরা তৃণমূল নেতা স্বপন সেন এবং তৃণমূলের কোর কমিটির উজ্জ্বল হক কাদেরির ঘনিষ্ঠ বলে স্থানীয়দের দাবি।
এই জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন কোনও ঘটনা নয়। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বারবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। তার আগে কোন্দলমুক্ত বাংলা চান তিনি। তাঁর এই ভাবনার ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূমের কাঁকরতলায় এই বোমাবাজির ঘটনা।
গ্রামবাসীদের দাবি, এই ঘটনার অন্যতম অভিযুক্ত উজ্জ্বল অনুব্রতর কাছের লোক বলেই পরিচিত। আর কাজল শেখের গোষ্ঠীর লোক স্বপন। এই ঘটনার পরেই দোষীদের গ্রেফতারির দাবি তুলেছে বিরোধী বিজেপি।