শুরু হতে চলেছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।
মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে আলাদা উত্তেজনা থাকে। সাধারণত, শেষ দিকে থাকে অংক পরীক্ষা। এবার, তৃতীয় দিনেই অংক পরীক্ষা। প্রথম এবং দ্বিতীয় ভাষার পরীক্ষার পর তিন দিন ছুটি, তারপর অংক পরীক্ষা।
তাছাড়া ইতিহাসের আগেও পরীক্ষার্থীরা একদিন ছুটি পাবেন। ২০ তারিখের পর আবারও এক দিন ছুটি, ২২ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হয়ে শেষ।
সকাল ১০ টা ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দুটো পর্যন্ত। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। পরেক্ষার্থীরা লেখা শুরু করতে পারবেন সকাল ১১ টা থেকে।
পরীক্ষা শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা। ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর প্রকাশিত হয়েছিল ফলাফল।