By Election LIVE Updates : বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যেই সকাল থেকে চলছে আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। মোটের উপর ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, বালিগঞ্জের ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর। ১০০ শতাংশ বুথেই CCTV নজরদারি থাকবে। ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথ ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ২০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। Editorji বাংলায় নজর রাখুন ভোটের সমস্ত আপডেট পেতে।
উৎসবের সময় ভোট, গরম এবং উপনির্বাচনে মানুষের উৎসাহের অভাবই কম ভোট পড়ার কারণ।
বিকাল ৫টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। আসনসোলে ভোট পড়েছে ৬২ শতাংশ। জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
‘আসানসোলের বারাবনিতে অশান্তির জন্য দায়ী অগ্নিমিত্রা পল নিজেই। তিনি প্রচারের আলোয় আসার জন্য নাটক করছেন।’ বিজেপি প্রার্থীর কনভয়ে হামলার ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের।
জামুরিয়া বিধানসভার চিচুড়িয়া এলাকায় আর এন কলোনির বুথ থেকে বাড়িতে খেতে যাওয়ার সময় বিজেপি বুথ এজেন্টকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁকে গুরুতর আহত অবস্থায় জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আহত এজেন্টের নাম গৌতম মন্ডল। তিনি বিজেপির জামুরিয়া ব্লক ২-র মণ্ডল সভাপতি।
বেনিয়াপুকুরে কংগ্রেস প্রার্থীর উপর হামলা।
আসানসোলের সাতগ্রামে তৃণমূলের অস্থায়ী ক্যাম্প অফিসে উত্তেজনা।
CPIM প্রার্থী সায়রা হালিমের দাবি এই বুথে রিগিং করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দাবি ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। তবে কিছুক্ষণ পরে ইভিএম বদলে দেওয়া হয়।
লেডি বেব্রোর্ন কলেজে সায়রা হালিমের গাড়িতে হামলা, কাঠগড়ায় তৃণমূল
দুপুর ১ টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ২৬.২০ শতাংশ। আসানসোলে ভোটের হার ৪৩.৭৭ শতাংশ।
সকাল থেকেই দুই কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। সে প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ, বিজেপি সাংসদের বক্তব্য, "বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন ভাবাই যায় না।"
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "নির্বাচন কমিশনের অনুমতি থাকা সত্ত্বেও আমাকে আটকানো হল। কয়লা চোর-লোহা চোর-বালি চোরদের দিয়ে ভোট লুঠ করাচ্ছে এখানকার থানার ওসি। তাই আমাকে আটকানো হয়েছে।"
মেয়ে দেবলীনা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন দেবাশিস কুমার।
বরাবনিতে সংবাদমাধ্যমের গাড়ি আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বরাবনিতে অতিরিক্ত পুলিশ কমিশনার সৌমিক সেনগুপ্তের নির্দেশে সংবাদমাধ্যমের গাড়ি জোর করে আটকে দেয় পুলিশ। তবে আটকানোর বিষয়ে কোনও রকম কাগজ বা অর্ডার দেখাতে পারেনি পুলিশ।
সেখান থেকেই তিনি বলেন, “তৃণমূলের শেষ সময় শুরু হয়ে গিয়েছে, বিজেপি শেষ হাসি হাসবে।” পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জিতেন্দ্র।
কমলা চ্যাটার্জি ফর গার্লস স্কুল বুথের ভিতরে কলকাতা পুলিশের উপস্থিত থাকার অভিযোগ। এই নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের বচসাও হয়।
আসানসোল উত্তরের কল্যাণপুর হাউজিং-এ পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো গাড়িতে করে ঘরে ঘরে রুটি-মাংস-মিষ্টি বিতরণ করার অভিযোগ। বিতরণকারীদের বক্তব্য, তাঁদের গরিব মানুষদের মধ্যে খাবার বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বারাবনিতে বাধার মুখে সংবাদ মাধ্যম। গাড়ি আটকাল পুলিশ।
১১টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়ল ১৬.২০ শতাংশ। ২৬.৬৮ শতাংশ ভোট পড়েছে আসানসোলে।
মলয় ঘটকের পাল্টা অভিযোগ,"অবজার্ভাররা প্রথম দিন থেকে পক্ষপাতিত্ব করেছেন। আমাদের প্রার্থীকে সাত দিন সাসপেন্ড করা হয়েছে। অথচ অগ্নিমিত্রা ‘মার কা বদলা মার’ বলে হুমকি দিয়েছেন। সকাল থেকে অগ্নিমিত্রা ১০-১২টা গাড়িতে বিজেপি-র গুন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশনের কোনও আইন নেই যে, মোবাইল নিয়ে ভিতরে ঢোকা যাবে না। উনি অভিযোগ করলেই হবে না। কেন্দ্রীয় বাহিনী বিজেপি-র হয়ে কাজ করছে। আমরা কমিশনে অভিযোগ করেছি।"
অগ্নিমিত্রার অভিযোগ, "বরাবনিতে আমাদের উপর আক্রমণ করেছে পরিকল্পনা করে। আর পুলিশ দূরে দাঁড়িয়ে আছে। বরাবনির ওসিকে সরানোর অনুরোধ করব। পুলিশ বুথের ভিতরে গিয়ে জল খাচ্ছে। এটা করতে পারে না।"
রানিগঞ্জের খান্দ্রা এলাকায় ভোটারদের অগ্নিমিত্রা পালকে ভোট দিতে বাধ্য করছেন বিজেপি পোলিং এজেন্টরা। এমনটাই অভিযোগ তৃণমূলের কর্মীদের।
বালিগঞ্জে চা-সিঙাড়ায় প্রাতঃরাশ সারলেন বাবুল। আসানসোলে নকুলদানা ও বাতাসা বিলি করলেন অনুব্রত মণ্ডল অনুগামীরা।
প্রার্থী সায়রা হালিম ও সংবাদমাধ্যমকে দেখে দৌড়ন অভিযুক্ত। তবে তাতে লাভ হয়নি। অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন সিপিএম প্রার্থী।
বালিগঞ্জ নির্বাচনী কেন্দ্রের ১৩৪ এবং ১৯৯ নম্বর বুথে ইভিএম মেশিনে ত্রুটি। তবে কিছুক্ষণের মধ্যেই নতুন ইভিএম মেশিনে লাগানো হয়।
‘৩৫৬ ধারা জারি করে ভোট করানো উচিত’, অশান্তি প্রসঙ্গে বললেন অর্জুন সিং
বালিগঞ্জের বিভিন্ন বুথে ভুয়ো ভোটারদের দিয়ে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। বিজেপি-র অভিযোগ ৫৯ নম্বর বুথ, লরেটো ডে স্কুল-সহ বিভিন্ন বুথে ছাপ্পা ভোট পড়ছে।
বরাবনি নির্বাচনী এলাকার ১৭৭ এবং ১৭৮ লম্বর বুথে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং দলের প্রতিনিধি অরিজিৎ রায়ের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ১৭৫ এবং ১৭৬ নম্বর বুথের কাছেও অগ্নিমিত্রার কনভয়ের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রিপোর্ট চাইল কমিশন।
ভোট পরিদর্শনে সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা। জানালেন, ভাল ভোট হচ্ছে
সকাল ৯.৩০ টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছে ১২. ৭৭ শতাংশ। বালিগঞ্জে ৮ শতাংশ।
মঙ্গলবার সকালে আসানসোলের বরাবনিতে ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘোরার অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। এইভাবে অগ্নিমিত্রা ভোটারদের প্রভাবিত করতে পারেন বলেও দাবি তৃণমূল কর্মীদের।
সুর্দশনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে কেয়া ঘোষ।
সকাল সকাল পাঠভবনে ভোট দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য জায়া মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনা। অসুস্থতার কারণে এবারও ভোট দিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
ফোন নিয়ে ভোটারদের বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। বাবুল সুপ্রিয়কে সাউথ পয়েন্টের বুথে ঢুকতে বাধা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। বাধা পেয়ে বুথ ছাড়লেন প্রার্থী।
বরাবনিতে একজনের হয়ে আরেকজন ভোট দিচ্ছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হল ওই বুথের প্রিজাইডিং অফিসারকেও।