ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই বাংলায় (West Bengal) বাড়ল দৈনিক করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্য দফতরের বুধবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। যা আগের দিনের চেয়ে বেশকিছুটা বেশি। মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৮৭ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ।
দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১০২ জন। আগেরদিন তুলনায় কমেছে সংক্রমণ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২০, ৮০৩। মৃত্যু বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৫৬৮ জনের। একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ৫৬৮ জন। ইতিমধ্যে করোনাকে হারিয়ে রাজ্যে কোভিডজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৩ হাজার ৬৫৯ জন।
IMA on Third Wave : ওমিক্রন আবহে সতকর্তা না বাড়ালে তৃতীয় ঢেউ আটকানো যাবে না, উদ্বেগ প্রকাশ IMA-এর