রাজ্যের করোনা চিত্রে খানিকটা উন্নতি হল। কলকাতার দৈনিক সংক্রমণ নামল একশোর নিচে।
শনিবার সন্ধের স্বাস্থ্য দফরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬৭০জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। একদিনে মহামারীকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছেন ৭৬৪ জন। সুস্থতার হার রয়েছে ৯৮.২৯ শতাংশই।
Maharastra: মহারাষ্ট্রের হাসপাতালে আগুন লেগে মৃত্যু ১০ কোভিড রোগীর
তবে দৈনিক সংক্রমণের শীর্ষে সেই কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১৮১ জন। বেশ কিছুদিন পর ২০০-এর নিচে নামল কলকাতাক দৈনিক সংক্রমণ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে করোনা আক্রান্ত ১২৬ জন। অন্যান্য সমস্ত জেলাতেই নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তবে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে কালিম্পং (১) ও পুরুলিয়াতে (১)।