কালীপুজোর আগের রাতে রাজ্যের করোনা গ্রাফ বাড়াল চিন্তা। গত একদিনে বাংলায় সংক্রমিত হয়েছেন ৯১৯ জন। যা আগের দিনের তুলনায় খানিকটা বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি ১৪ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
স্বাস্থ্য দফতরের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৪৫ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪৭ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় অনেকটাই কম। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।
Pfizer : ৫-১১ বছর বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিনকে ছাড়পত্র আমেরিকার
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা, উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ১৭৪ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৭৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৬৮, ০৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।