একটানা প্রায় তিন মাস পর গত ২৪ ঘণ্টায় বাংলার দৈনিক করোনা সংক্রমণ দেড় হাজারের নিচে নামল। গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা কেড়েছে রাজ্যের ২৯ জনের প্রাণ। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ১৫৪ জন উত্তর ২৪ পরগনার। দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা। তবে এই নিয়ে পরপর তিনদিন ওই জেলার দৈনিক সংক্রমণ দু'শোর কম।
সংক্রমণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দার্জিলিং। গত একদিনে সংক্রমিত সেখানকার ১৫০ জন। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। গত একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। কলকাতা চতুর্থ স্থানে। তিলোত্তমায় গত একদিনে সংক্রমিত ১৩৫ জন।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও সার্বিকভাবে নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৯৯,৭৮৩ জন।