কড়া নিরাপত্তা এবং কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মধ্যেই আজ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election 2021)। মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন হয়েছে।
উৎসবের মধ্যেই বাংলায় আরও এক ভোটযুদ্ধ। উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah), দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba), নদিয়ার শান্তিপুর (Shantipur) ও কোচবিহারের দিনহাটায় (Dinhata) উপনির্বাচন।
শুধু শান্তিপুরে লড়াই চতুর্মুখী, সেখানে কংগ্রেস ও সিপিএম দুই দলই লড়ছে। বাকি তিন কেন্দ্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা।
Tripura TMC new joining: ত্রিপুরার বুকে লাগাতার শক্তি বাড়িয়ে চলছে তৃণমূল, এবার যোগ দিলেন ১৪৬ জন
বিধানসভা ভোটে ৪ কেন্দ্রের স্কোরশিট ছিল ২-২। দিনহাটা এবং শান্তিপুর জিতেছিল বিজেপি। গোসাবা ও খড়দহে জয় পেয়েছিল তৃণমূল।