২০১৪ সালের টেট(TET) উত্তীর্ণ প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থী তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ(West Bengal Board of Education) । বুধবার বোর্ডের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে ।
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে শূন্যপদ ছিল ৪৭৮ । তার মধ্যে বুধবার ৪৭৪টি পদে নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছে । তালিকায় থাকা প্রার্থীদের দ্রুতই নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে ।
গত অক্টোবরে নিয়োগের দাবিতে উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় সংসদ ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । অভিযোগ, চাকরিতে নিয়োগের বয়স পেরিয়ে যাচ্ছে তাঁদের । এই পরিস্থিতিতে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আগামী দিনে তাঁরা আর চাকরি করতে পারবেন না ।