রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড (Covid-19) আক্রান্ত হলেন ৮৬২ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্যে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৮০৫১।বুধবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৩০ জন। সুস্থ হওয়ার হার ৯৮.৩০ শতাংশ।
রাজ্যে কোভিড সংক্রমণে এগিয়ে আছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। মৃত্যু হয়েছে দুজনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১২২ জন। মৃত্যু হয়েছে তিনজনের।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন মোট ৫ লক্ষ ৬২ হাজার ৬৬১ জন।