টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জ্যাক ডোরসি। নতুন সিইও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত পরাগ আগরওয়াল। বম্বে আইআইটি প্রাক্তনী পরাগ এতদিন টুইটারের চিফ টেকনিকাল অফিসার ছিলেন।
জ্যাক ডরসি তাঁর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া কোম্পানির বোর্ডে থাকবেন।
২০০৬ এ, টুইটারের জন্ম থেকেই যুক্ত ছিলেন জ্যাক ডরসি। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন, 'আমি টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি বিশ্বাস করি যে সংস্থাটি তার প্রতিষ্ঠাতাদের হাত থেকে এগিয়ে যেতে প্রস্তুত।' টুইটারের আগামী সিইও হিসেবে পরাগের ওপর পূর্ণ আস্থাও জানিয়েছেন ডরসি। তিনি বলেছেন গত ১০ বছর তাঁর কাজ অনেক বদল এনেছে। পরাগ আগরওয়ালের দক্ষতা সম্পর্কেও পূর্ণ আস্থা রেখেছেন তিনি। জানিয়েছেন এটাই তাঁর দায়িত্ব নেওয়ার উপযুক্ত সময়।