সোমবার ত্রিপুরায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। তার আগে রবিবার সকালে যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh) হোটেলে হানা ত্রিপুরা পুলিশ।
সায়নীর অভিযোগ, শনিবার গভীর রাত থেকে দফায় দফায় তাঁর হোটেলে আসেন পুলিশকর্মীরা। তাঁকে থানায় যেতে বলা হয়। কিন্তু কেন তলব, তার কোনো নির্দিষ্ট কারণ দেখানো হয়নি।
Soumitra Khan: ''লোকসভায় ৩ আসন পাবে বিজেপি..', ভাইরাল সৌমিত্রের অডিও ক্লিপ!
রবিবার সকালেও সায়নীর হোটেলে আসেন পুলিশ আধিকারিকরা। তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং সায়নীর সঙ্গে তর্ক হয় তাঁদের। এরপর সায়নী আগরতলা পূর্ব থানায় যেতে রাজি হন। তাঁর দাবি, হেনস্থা করতেই তাঁকে থানায় তলব করেছে পুলিশ।