ত্রিপুরায় পুরভোটের (Tripura Civic Polls) আগে তৃণমূল কংগ্রেসকে (TMC) হুমকি দেওয়ার অভিযোগ উঠল (Threat) বিজেপি (BJP) বিধায়ক সুরজিত্ দত্তের বিরুদ্ধে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে দাঁড়িয়েই তৃণমূলকে হুমকি দেওয়া হল বলে অভিযোগ। BJP বিধায়ককে বলতে শোনা গিয়েছে, 'তৃণমূলকে এতটুকু জমি ছাড়া যাবে না। ভোটের বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে।আমি তোমাদের জন্য করি, তোমরাও কর। কাউকে ক্ষমা করা যাবে না। প্রার্থীকে যেখানে দেখবি, তাড়া করবি।'
BJP West Bengal : বিধানসভার 'ধাক্কা' থেকে শিক্ষা, পুরভোটে দলীয় কর্মীদেরই টিকিট দেবে বিজেপি
বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য, "অসামাজিক লোকজন নিয়ে ত্রিপুরায় গেলো হুমকি শুনতেই হবে।" অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, "নিশ্চিত পরাজয় বুঝেই বিজেপি হামলা চালাচ্ছে।"
অন্যদিকে, ত্রিপুরায় তেলিয়ামুড়ার হোটেলে তৃণমূল নেতাদের থাকতে না দিতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহর অভিযোগ, গতকাল রাতে হোটেল মালিক না থাকায়, দুষ্কৃতীরা গিয়ে তাঁর স্ত্রীকে হুমকি দেয়। খবর পেয়ে হোটেলে পৌঁছয় তেলিয়ামুড়া থানার পুলিশ। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পুলিশের আশ্বাসে ঘণ্টাদেড়েক পর অবরোধ ওঠে। আজ সকাল থেকে ওই হোটেলের সামনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।