গুলাব সাইক্লোনের আশঙ্কায় বাতিল করা হল ২৮টি দূরপাল্লার ট্রেন। রুটবদল করা হয়েছে আরও অনেক এক্সপ্রেস ট্রেনের। কিছু ট্রেনের গতিপথে কাটছাঁট করা হয়েছে।
রবিবার বিকেলে কলিঙ্গপত্তনামে ল্যান্ডফল করবে গুলাব (Cyclone Gulab)। গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। ভুবনেশ্বর, পুরী, হায়দ্রাবাদ, চেন্নাই-সহ ইস্ট কোস্ট রেলওয়ের (East Coast Railway) অনেক দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়া থেকে রুটবদল হয়েছে যশবন্তপুরম এক্সপ্রেস, চেন্নাই স্পেশাল ও ভাস্কো ডা গামা স্পেশালের। ভুবনেশ্বর ও বিশাখাপত্তনম থেকেও অনেক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। অধিকাংশ ট্রেনের গতিপথ কমিয়ে দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলার জন্য নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনীর জাহাজ, এয়ারক্র্যাফ্ট স্ট্যান্ডবাই মোডে আছে। ইস্টার্ন নোভাল কম্যান্ড ও নোভাল অফিসার্স ইনচার্জ ওড়িশা থেকে নজরদারি করছে। প্রত্যেক রাজ্যের সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে সেনা। ফ্লাড রিলিফ টিম ও ড্রাইভিং টিমও তৈরি। বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে নৌবাহিনীর জাহাজ রাখা আছে। ডিজাস্টার রিলিফ মেটারিয়াল ও হিউম্যান অ্যাসিট্যান্ট টিমও মজুত করা হয়েছে। সঙ্গে থাকছে মেডিকেল টিম।