কলকাতা পুরসভা নির্বাচনে (Kolkata Corporation Election) বয়স্ক এবং অসুস্থ নেতাদের টিকিট দেবে না তৃণমূল। প্রশান্ত কিশোরের (PK) সংস্থা আইপ্যাকের পরামর্শেই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, অন্তত ৯ জন ওয়ার্ড কো-অর্ডিনেটরকে টিকিট দেওয়া হবে না। উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনে জেতা প্রার্থীদের মধ্যে ৪ জন মারা গিয়েছেন।
কলকাতা পুরভোটে এ বার আর বয়স্ক এবং অসুস্থ কাউন্সিলরদের প্রার্থী করতে চায় না তৃণমূল নেতৃত্ব। কলকাতা হাইকোর্টের নির্দেশ পেলে যে কোনও দিন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে রাজ্য নির্বাচন কমিশন।
TMC: তৃণমূলের গোষ্ঠীবিরোধে ধুন্ধুমার ঘোলায়, আহত ১, এলাকায় বিরাট পুলিশবাহিনী
সূত্রের খবর, এ বারের পুরভোটে বয়স্ক ও অসুস্থদের টিকিট না দেওয়ার সুপারিশ করেছে পিকে-র সংস্থা। তুলনায় বয়স কম, কর্মঠ কোনও রাজনৈতিক প্রতিনিধিকে টিকিট দিয়ে পুরভোটের রণাঙ্গনে নামানোর সুপারিশ করেছে তারা। বয়স্ক এবং অসুস্থ কাউন্সিলরদের তুলনায় নতুন প্রার্থী অনেক বেশি স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন বলেই ওই প্রস্তাবে দাবি করা হয়েছে।