KMC Election 2021: নেতানেত্রীদের ছেলেমেয়েদের সাফল্য পুরভোটে, ছোট লালবাড়িতে তৃণমূলের জেনারেশন নেক্সট

Updated : Dec 21, 2021 16:46
|
Editorji News Desk

কলকাতা পুরসভার নির্বাচনে এবার একঝাঁক নতুন মুখকে টিকিট দিয়েছিল তৃণমূল। তাঁদের প্রত্যেকেই বড় ব্যবধানে জয় পেয়েছেন।

উত্তর কলকাতার শ্যামপুকুরের ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল শশী পাঁজার মেয়ে (Sashi Panja) পূজা পাঁজাকে। তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। দক্ষিণ কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছিল সৌরভ বসুকে (Sourav Basu)। তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে। এই ওয়ার্ডটি ২০১৫ সালে জিতেছিল বিজেপি। এবার সৌরভ সেটি পুনরুদ্ধার করলেন।

কসবার বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়জ আহমেদ খান ২০১৫ সালের মতো এবারও ৬৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন। ৬২ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি।

যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রয়াত বাম নেতা ক্ষিতী গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। তিনিও জয়ী হয়েছেন। ইকবাল আহমেদের মেয়ে সানা আহমেদ এবারও জয় পেয়েছেন ৬২ নম্বর ওয়ার্ড থেকে।

KMC Election 2021: 'সবুজ' হল কলকাতা, কালীঘাটে উচ্ছ্বাস, 'দিদি'র সাফল্যে আপ্লুত মহিলাদের ঢল

বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা গত পুরসভা নির্বাচনে ৫২ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন। এবার তিনি জয়ী হয়েছেন ৫৮ নম্বর ওয়ার্ড থেকে।


১১৬ এবং ১১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন তারক সিংয়ের মেয়ে কৃষ্ণা সিং ও ছেলে অমিত সিং। দু'জনেই জয় পেয়েছেন।

BJPTMCCongress

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর