দেউচা পাঁচামি যাওয়ার পথে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে (Raju Banerjee) কালো পতাকা দেখাল তৃণমূল।
বীরভূমের মহম্মদ বাজারের দেউচা পাচামিতে মাটির নীচে বিপুল পরিমাণ কয়লা হদিশ মিলেছে। জেলা কিংবা রাজ্য নয়, সেখানকার কয়লা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। প্রকল্প রূপায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে এক লক্ষেরও বেশি মানুষের। বিধানসভায় দাঁড়িয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই শুরু হছে ক্ষতিপূরণ এবং পরিবেশ নিয়ে আলোচনা।
Kolkata Corporation Election: বয়স্ক, অসুস্থদের পুরভোটে টিকিট দেবে না তৃণমূল, নজর তরুণ মুখে
বৃহস্পতিবার রাজ্য বিজেপি সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে ওই এলাকায় কালো পতাকা দেখালো তৃণমূল। এদিন দেউচা পাঁচামী এলার মানুষের সাথে কথা বলতে এলাকায় যান রাজু বন্দোপাধ্যায়। সেই সময় দেউচা মোড়ে তাকে কালো পতাকা দেখানো হয়।