গুরুতর অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। শুক্রবার শ্বাসকষ্ট ও অস্বাভাবিক রক্তচাপের সমস্যা শুরু হয় তাঁর। তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাশি ও ফুসফুসের গুরুতর সংক্রমণে ভুগছিলেন সাধন পাণ্ডে। শুক্রবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থায় আচমকা অবনতি হয়।
প্রবীণ তৃণমূল নেতা সাধনবাবুর হার্টবিট এবং রক্তচাপ অস্বাভাবিক। শ্বাসকষ্টেরও প্রবল সমস্যা দেখা দিয়েছে তাঁর। এখন আচ্ছন্ন অবস্থায় আইসিইউ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সঙ্কটজনক হলেও আপাতত সাধনবাবুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে খবর।
উল্লেখ্য, কয়েকদিন আগেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সাধন। সুস্থ হয়ে ফের কাজে যোগ দেন।