কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূলের হেভিওয়েটরা। শুক্রবার শহরের দু'প্রান্তে দাপিয়ে প্রচার করলেন শাসকদলের দুই দাপুটে প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং অতীন ঘোষ (Atin Ghosh)।
বিদায়ী মেয়র ফিরহাদ প্রার্থী হয়েছেন তাঁর খাসতালুক চেতলার ৮২ নম্বর ওয়ার্ডে। এই এলাকার অলিগলিতে ঘুরে প্রচার করলেন স্থানীয়দের পরিচিত ববি। টানা ২৫ বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি। জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ গেলেন বস্তি এবং ফ্ল্যাটবাড়ি- দু'ধরণের জনবসতিতেই। তাঁর প্রচারে উপচে পড়ল স্থানীয়দের ভিড়।
অতীন প্রার্থী হয়েছে শহরের একদম উত্তরপ্রান্তে। ১১ নম্বর ওয়ার্ডে। পুরনো কলকাতার গলিতে গলিতে ঘুরলেন তিনি। এই ওয়ার্ডে দীর্ঘদিনের শক্ত জনভিত্তি রয়েছে তাঁর। আশেপাশের ওয়ার্ডের প্রার্থীদের জন্যও প্রচার করলেন তিনি।