কলকাতা পুরসভা নির্বাচনের (KMC Election 2021) ঠিক আগে ফের যুযুধান শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়রের পাশে দাঁড়িয়ে সরব হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baishakhi Banerjee)।
শোভনের দীর্ঘদিনের ওয়ার্ড ১৩১ নম্বরে তৃণমূল প্রার্থী করেছে রত্নাকে। এরপরেই শোভনের কটাক্ষ, প্রতিহিংসা চরিতার্থ করতে রাজনীতির মঞ্চকে ব্যবহার করছেন রত্না। তাঁর দাবি, মমতা একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন রত্নার হাতে শোভন খুন হতে পারেন। অথচ এখন সেই রত্নাকেই দাবার বোড়ে হিসাবে ব্যবহার করছে দল।
শোভনের দাবি, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তাঁকে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়ে নানা কথা জিজ্ঞাসা করেছে। কিন্তু তিনি মুখ খোলেননি।
TMC: 'প্রার্থী করার কথা বলেননি দিদি', প্রচার শুরু করে বললেন মমতার ভ্রাতৃবধূ
রত্নার পাল্টা কটাক্ষ, শোভন অকারণে মমতাকে আক্রমণ করছেন। মমতা সব সময়ই স্নেহ করতেন শোভনকে।কিন্তু কলকাতার প্রাক্তন মেয়র নিজের কৃতকর্মের ফল ভুগছেন।
বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফের দাবি, রত্না তাঁর বাড়ি জবরদখল করে রেখেছেন। তিনি আবারও আইনি নোটিশ পাঠাবেন।