তিনি বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। রত্না চট্টোপাধ্যায় (Rstna Chatterjee) যেন অনুগ্রহ করে তাঁর ঘাড় থেকে নামেন। পুরভোটের ফলপ্রকাশের পরেই এমন মন্তব্য করলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)।
শোভন বলেন, "মিথ্যা, কল্পনাপ্রবণ, স্বভাববশত মিথ্যেবাদীর মতো কথা বলে আজ বাজার গরম করছেন রত্না। নির্বাচন হয়ে গেছে। ফার্স্ট পোল প্রকাশিত হয়ে গেছে। বিবাহবিচ্ছেদের মামলা করেছি। অনুগ্রহ করে ঘাড় থেকে নামুন।"
KMC Election 2021: সিপিএমের হয়ে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল, দাবি বিজেপির রাজ্য সভাপতির
বিপুল জয়ের পর রত্না বলেছিলেন, "আমি ১০ হাজার ২০৬ ভোটে জিতেছি। এই জয় মানুষের জয়। ১৩১ ওয়ার্ডের জয়। উনি (শোভন চট্টোপাধ্যায়) বলেছেন প্রার্থী পছন্দ হয়নি। ওঁর প্রার্থী পছন্দ না হলেও এই ওয়ার্ডের সকলের পছন্দ হয়েছে। এত বিপুল সংখ্যক ভোটে কেউ জেতেনি এর আগে। বাড়ি থেকে চলে যাওয়ার সময় আমার মেয়েকে বলেছিলেন, আমি দেখে নেব তোমার মা আমাকে ছাড়া কীভাবে স্ট্যান্ড করে। আমি দেখিয়ে দিলাম আমি স্ট্যান্ড করেছি।"