রবিবার গোয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। কিন্তু যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় স্পষ্টভাবেই বলে গেলেন এখন দেশের একটাই মুখ। তিনি দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাইটঃ সৌগত রায়, তৃণমূল সাংসদ
ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে লাগাতার আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস। যার সর্বশেষ উদাহরণ দলীয় সাংসদ সুস্মিতা দেবের উপর প্রাণঘাতী হামলা। তবে আক্রমণ বা হামলা চালিয়েছে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না তাও জানিয়ে দেন সৌগত রায়। যে লড়াই পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছিল সে লড়াইয়ে এখনও অনেক পথ বাকি। সামনে ত্রিপুরা নির্বাচন, তারপর গোয়ায় নির্বাচন। তবে দুটো নির্বাচনেই ফলাফল যে তৃণমূলের পক্ষে যাবে তা নিশ্চিত করেছেন সাংসদ সৌগত রায়।