পুজো মিটলেই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। পুজোর আগেই মনোনয়নপত্র জমা দিলেন খড়দা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার শ্যাম মন্দিরে পুজো দিয়ে ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন তিনি।
২০২১ বিধানসভা নির্বাচেনে ভবানীপুর থেকে প্রার্থী হন শোভনদেব। খড়দার প্রার্থী ছিলেন তৃণমূলের কাজল সিনহা। ফলাফল বেরোনোর আগেই মৃত্যু হয় তাঁর। উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দা কেন্দ্রে তাই প্রতিদ্বন্দ্বিতা করবেন শোভনদেব চট্টোপাধ্যায়। নির্বাচনের দিন ঘোষণার পর বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তিনি।