কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে ভোটগ্রহণ। শান্তিপুরে নির্বাচন কমিশনের মডেল বুথকে কেন্দ্র করে তুঙ্গে আগ্রহ। বুথের বাইরে ভোটারদের লম্বা লাউন।
শান্তিপুরের এই মডেল বুথটিকে সুন্দর ভাবে সাজিয়েছে কমিশন। রয়েছে বেলুন। গোলাপী কাপড়, ফ্লেক্স এবং ব্যানারে সুসজ্জিত এই বুথ। সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান।
West Bengal By-election: রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন আজ, আঁটেসাঁটো নিরাপত্তায় শুরু ভোটগ্রহণ
সকাল থেকে মোটের উপর চার কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণই। কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ার খবর এসেছে। এখনও পর্যন্ত বড় কোনো গোলমালের খবর নেই।