দেশে এখনও তীব্র টিকার চাহিদা। প্রয়োজনের তুলনায় কম টিকার জোগান। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের কাছে তাদের আগামী চার মাসের টিকা উৎপাদন সংক্রান্ত পরিকল্পনার কথা জানাল সেরাম ইন্সটিটিউট এবং ভারত বায়োটেক।অগস্ট মাসের মধ্যে যথাক্রমে ১০ কোটি এবং ৭ কোটি ৮০ লক্ষ টিকা তারা উৎপাদন করবে বলে জানিয়েছে ওই দুই সংস্থা। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক এবং ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই দুই সংস্থার কাছে তাদের জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসের পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়েছিল।