কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে তা সত্যি হল। তৃণমূলে (TMC) ফিরে এলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাত ধরে জোড়া ফুল শিবিরে ফিরলেন সব্যসাচী।
বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বিধাননগর আসনে তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূলের সুজিত বসুর (Sujit Bose) কাছে হেরে যান তিনি।
গত কয়েকদিন ধরে 'বেসুরো' সব্যসাচী। বিজেপি নেতৃত্বের সমালোচনাও করছিলেন তিনি। অবশেষে ফিরলেন পুরনো দলে।