৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে (Bhawanipur Assembly) উপনির্বাচন (By-Poll)। এবার এই কেন্দ্রে নতুন ভোটার প্রশান্ত কিশোর (Prashant Kishore)। ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকায় সদ্য নাম উঠেছে তাঁর।
পেশায় রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। তাঁর টিম আইপ্যাক দীর্ঘদিন ধরে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে সাফল্য এনে দিয়েছেন পিকে। এবার কি তাই মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই ভোটার হিসেবে নাম তোলালেন! ভবানীপুর কেন্দ্রের সেন্ট হেলেন স্কুলে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রশান্ত। বাবার নাম শ্রীকান্ত পান্ডে। পার্ট নম্বর ২২২। সংবিধান অনুযায়ী, কোনও ব্যক্তি দেশের কোনও জায়গায় দীর্ঘদিন থাকলে, সেই এলাকার ভোটার হতে পারেন। আগের কেন্দ্র থেকে নাম তুলে নিলে কোনও বাধা থাকে না।
ভবানীপুর কেন্দ্রে পিকের নাম আসা কোনও রাজনৈতিক স্ট্র্যাটেজি কিনা, ধরতে পারছেন না বিরোধীরা। বিজেপির পক্ষ থেকেও এই নিয়ে টুইট করা হয়।