শুক্রবার শান্তিনিকেতন(Santiniketan) থানার তরফে সোনাঝুরির হাটে মাস্ক ছাড়া প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করা হল। শুক্রবার থেকে হাটে ব্যবসায়ী বা পর্যটক কেউই মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না। শনিবার থেকে কারও মুখে মাস্ক না থাকলে তাকে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।
শুক্রবার দফায় দফায় শান্তিনিকেতন(Santiniketan) থানার পুলিশ সোনাঝুরির হাটে অভিযান চালায়। মাস্ক না পরার জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের তরফে মাস্ক বিলি করা হয়েছে ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে।
আরও পড়ুন- Omicron in India: আতঙ্কের নাম 'ওমিক্রন', ঘোজাডাঙা সীমান্তে চালু হল কোভিড পরীক্ষা শিবির
ইতিমধ্যেই করোনাভাইরাসের(Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রনে(Omicron) আক্রান্ত হয়েছেন বেশ কিছু ভারতীয়(Indian)। তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কেন্দ্রের তরফে ১২টি দেশকে ওমিক্রন তালিকাভুক্ত করে বিভিন্ন রাজ্যকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।