ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেওয়ার ৬ সপ্তাহ পরই শরীরে কমছে করোনার অ্যান্টিবডি। এই সমীক্ষা প্রকাশিত হয়েছে ল্যানসেট জার্নালে। টিকা নেওয়ার দশ সপ্তাহ পর অ্যান্টিবডি কমছে প্রায় ৫০ %। বিশেষ করে করোনা ভাইরাসের নতুন প্রজাতির সঙ্গে যোঝার ক্ষমতা কমছে টিকাগুলোর, এমনই দাবি সমীক্ষার।
১৮ বছর বা তার ওপরে বয়স, এমন ৬০০ জনের ওপর সমীক্ষা চালিয়েছিলেন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের গবেষকরা। তাঁরা সিদ্ধান্তে এসেছেন, অ্যাস্ট্রাজেনেকা, ভারতে যা কোভিশিল্ড নামে পরিচিত, তার দুটো ডোজ নেওয়ার পর অ্যান্টি বডি লেভেল ফাইজারের তুলনায় বেশি।