১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার (KMC Election) নির্বাচন । এখন শহরজুড়ে প্রচার তুঙ্গে । রবিবার সকালে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থী পার্থ সরকারের সমর্থনে শকুন্তলা পার্ক এলাকায় প্রচার করলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ।
প্রচারে এসে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "১৪৪টা ওয়ার্ডেই আমরা জিতব । কঠিন হোক বা সহজ হোক, লড়াই হবে । মানুষের কাছাকাছি যাচ্ছি । ভালো সাড়া পাচ্ছি ।"
এদিকে, গোয়ায় তৃণমূলের (TMC) গৃহলক্ষ্মী প্রকল্পকে (Griha laxmi card) তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম । সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আসল কথা হল, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে । পশ্চিমবঙ্গের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বাড়ছে । বিভিন্ন রাজ্যের মানুষ উৎসাহ দিচ্ছে । গোয়ায় কংগ্রেস ও বিজেপি নিজের পরাজয় নিশ্চিত দেখেই এই ধরনের মন্তব্য করছে । আসল পরীক্ষা হবে বিধানসভা নির্বাচনে ।"
বিএসএফ( BSF) প্রসঙ্গে পঞ্জাব সুপ্রিম কোর্টে যাচ্ছে । এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্য ইতিমধ্যেই বিধানসভায় পাশ করিয়েছে । বিএসএফের বিস্তার হতে দেব না । বিএসএফের প্রতি আমাদের সম্মান রয়েছে । তারা সীমান্ত রক্ষা করুক । কিন্তু সীমান্তে ১৫ কিলোমিটারের পরে রাজ্যের অধিকার যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে রাখতে হবে ।"