কলকাতা পুরসভার নির্বাচন (KMC Election) একদম দোরগোড়ায়। তবে রাজ্যের বাকি পুরসভাগুলির নির্বাচনেরও দেরি নেই৷ এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ পুরসভার বকেয়া ভোট সেরে ফেলা হবে৷ মঙ্গলবার কর্ণজোড়ায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Civic Polls)৷ পুর প্রশাসক হিসেবে যাঁরা রয়েছেন, তাঁদেরও ভাল করে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনী নয়, ২৩ হাজার রাজ্য পুলিশেই হবে কলকাতা পুরভোট, থাকবে সিসিটিভি
পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলছে (Civic Polls)৷ সোমবারই রাজ্য নির্বাচন কমিশনের তরফে হাইকোর্টকে জানানো হয়, মে মাসের মধ্যেই রাজ্যের সব পুরসভায় নির্বাচন শেষ করা হবে৷ তার পরেই এই বার্তা দিলেন মমতা।