আসন্ন টি-২০ বিশ্বকাপে প্রত্যাবর্তন করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি । তবে মেন্টর হিসাবে । এখবর সবারই জানা । তবে জানেন কি মেন্টর হওয়ার জন্য এক পয়সাও নিচ্ছে না ধোনি । এমনই জানিয়েছেন বিসিসিআই-র সচিব জয় শাহ ।
২০১৯-র বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। সে ম্যাচে অবশ্য হেরে গিয়েছিল ভারত। তারপর দীর্ঘ এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন ধোনি। শেষপর্যন্ত গত বছর অবসরের সিদ্ধান্ত নেন তিনি । এরপর ফের একবার মেন্টর হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি । তবে মেন্টর হিসাবে এক পয়সাও দাবি করেনি ধোনি । সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন সচিব জয় শাহ ।
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ । ২৪ অক্টোবর প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত ।