এবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও ফিরল মাইক্রোকনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। পুজোর পর সংক্রমণ বাড়ার কারণেই রাজ্যজুড়ে ফের মাইক্রো কনটেইনমেন্ট জোন বা স্বল্প পরিসরের গন্ডীবদ্ধ এলাকা তৈরি করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার থেকে ১২ টি মাইক্রো কনটেনমেন্ট করা হচ্ছে। খড়্গপুরে ৯ টি ও মেদিনীপুরে ৩ টি।
জেলার মধ্যে এই দু'টি জায়গাতেই, বিশেষত দুই শহরে সংক্রমণের আধিক্য দেখা গেছে। জেলার মোট সংক্রমণের ৮০ থেকে ৯০ শতাংশ এই মেদিনীপুর ও খড়্গপুরের। তাই, জেলা প্রশাসনের তরফে ফের মেদিনীপুর ও খড়্গপুরের মোট ১২ টি জায়গা বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে পরবর্তী ৭ দিন অর্থাৎ ২ নভেম্বর পর্যন্ত গন্ডীবদ্ধ করা হচ্ছে।
মেদিনীপুর শহরের রবীন্দ্র নগর, বিধান নগর ও বার্জটাউনের নির্দিষ্ট কিছু এলাকায় এই তালিকায় আছে। অপরদিকে, খড়্গপুর শহরের কৌশল্যা, ইন্দা নিমপুরা, প্রেমবাজার, সুভাষপল্লী, ঝাপেটাপুর, সাউথ সাইড, আইআইটি ফ্লাইওভার সংলগ্ন কয়েকটি এলাকা আছে।