সংসদের শীতকালীন অধিবেশনের ঠিক আগে আগামীকাল, সোমবার চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বেলা ৩টে নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ২৫ নভেম্বর পর্যন্ত এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও দেখা করবেন মমতা।
TMC: আগরতলায় সায়নী ঘোষের হোটেলে পুলিশ! থানায় যাচ্ছেন যুব তৃণমূল সভাপতি
দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মূলত রাজ্যের আর্থিক দাবির প্রসঙ্গ তুলবেন মুখ্যমন্ত্রী। ২০২০-২১ আর্থিক বছরে জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা প্রাপ্য রাজ্যের। এছাড়াও চলতি আর্থিক বছরের বকেয়া রয়েছে। আমফান, ইয়াস, বুলবুল-এর মতো সাইক্লোন মোকাবিলা বাবদ ৩২০০০ কোটি টাকা পাওনা রাজ্যের। সেখানে রাজ্য পেয়েছে মাত্র ১২০০ কোটি টাকা। এসব নিয়েও কথা বলবেন তিনি এমনটাই জানা গিয়েছে।
তৃণমূল সূত্রের খবর, কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গেও দেখা করবেন মমতা। বৈঠক করবেন একঝাঁক বিরোধী নেতানেত্রীর সঙ্গেও।