গোয়ার ভূমিপুত্ররাই ওই রাজ্যে তৃণমূল কংগ্রেস সংগঠনের হাল ধরবেন। বাইরে থেকে তাঁরা কোনো হস্তক্ষেপ করবেন না। গোয়ায় সাংবাদিক বৈঠক করে এমন দাবিই করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা শুক্রবার জানান, গোয়ায় নতুন সূর্যোদয় হতে চলেছে। নতুন সরকার তৈরি হবে। গোয়া চলবে গোয়া থেকেই৷ সেখানে দিল্লির দাদাগিরি চলবে না।
Mamata banerjee in Goa: 'দিল্লির দাদাগিরি চলবে না'
নির্বাচনে প্রচারে তিনি ফুটবল নিয়ে আসবেন বলেও জানান মমতা। বাংলার মতো গোয়াতেও তাঁর বার্তা 'খেলা হবে'।