Mamata Banerjee In Mumbai: মুম্বই সফরে গিয়ে আজ, বুধবার এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। মমতা এদিন দুপুর সোয়া তিনটে নাগাদ শরদ পওয়ারের বাসভবনে ভবনে যাবেন। সেখানেই দু'জনের বৈঠক হবে। রাজনৈতিক মহলের জল্পনা, ২০২৪ সালের নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলির ভূমিকা এবং বিরোধী ঐক্য নিয়ে আলোচনা হতে পারে মমতা এবং শরদের৷ উল্লেখ্য, এর আগে দিল্লি সফরে গিয়ে সনিয়া গান্ধী বা অন্য কোনও শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করেননি মমতা।
বাণিজ্যনগরীতে এদিন দিনভর ঠাসা কার্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর। দুপুর সোয়া একটা নাগাদ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন মমতা। সেই বৈঠকটি হবে নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে। এরপর পওয়ারের সঙ্গে বৈঠক সারবেন মমতা। বিকেলে আরও একটি কর্মসূচি রয়েছে তাঁর।