বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মরদেহ নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল BJP। শুক্রবার সেই ঘটনায় গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি নেতাদের বাড়ির সামনে 'পচা কুকুর' ফেলার হুমকি দিলেন তিনি।
Mamata Banerjee: ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রী হওয়া 'ভাগ্যে ছিল', প্রচারে বললেন মমতা
হাসপাতালে মৃত মগরাহাটের বিজেপি নেতা মানস সাহার দেহ নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বিজেপি মিছিল করেছিল বৃহস্পতিবার সন্ধেবেলা। মানস ওরফে ধূর্জটি ‘ভোট পরবর্তী হিংসা’র শিকার এই অভিযোগেই মমতার বাড়ির কাছে মাটিতে বসে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার, প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অর্জুন সিংহের মতো বিজেপি নেতারা।
শুক্রবার ভবানীপুরের ভোট প্রচারের মঞ্চে নাম না করেই বিজেপি-কে বললেন, ‘‘তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি? ভাল হবে!’’
মমতা জানান, তাঁর কাছেও মেশিনারি আছে। বাড়ির সামনে পচা কুকুর ফেললে গন্ধে ঘুমোতে পারবেন না বিজেপি নেতারা।